[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

মেডিকেল বোর্ড: খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ২:১০ এএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বুকে ইনফেকশনসহ হার্ট ও ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রোববার (২৩ নভেম্বর) রাতে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন শনাক্ত হয়েছে এবং হার্ট ও ফুসফুসও আক্রান্ত। তাকে আগামী ১২ ঘণ্টা নিবিড়ভাবে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া কতদিন হাসপাতালে থাকতে হতে পারে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না; শারীরিক অবস্থার ওপরই তা নির্ভর করবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় স্ক্যান ও টেস্টের জন্য তাকে ভর্তি করা হয়েছে বলে জানান তার আরেক চিকিৎসক ডা. আল মামুন।

গত শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শেই তিনি সেই অনুষ্ঠানে অংশ নেন বলে জানিয়েছে তার প্রেস উইং।

বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর