[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৪ ৩:২২ এএম

নাসা গ্রুপের চেয়ারম্যান

রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে সে বিষয় কিছু জানা যায়নি।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর