[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ২:৩৪ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট হলে জামায়াতের রাজনৈতিক অস্তিত্ব থাকবে না।

তারা ধর্মের নামে মুনাফেকি করে এবং ভোটের নামে ‘বেহেশতে যাওয়ার টিকিট’ দেয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি সম্পর্কে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “এলাকায় এনসিপির কোনো ভিত্তি নেই। তাই তারা জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে।

তারা ‘পিআর’ চায়, কিন্তু জনগণ ‘পিআর’ বোঝে না। এসব কর্মকাণ্ডের কারণই হচ্ছে ভোট পেছানোর চেষ্টা।”

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর