[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ৮:৫৫ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রির ঘোষণা দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা সশরীরে কিংবা অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করতে পারবেন।

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামায়াত—যে কারও সঙ্গে জোট হতে পারে।”

তিনি আরও জানান, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে নয় দলীয় রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর