[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

ইসি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ১:৪৯ পিএম

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) স্বেচ্ছাচারী আচরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না, রিমোট অন্য কারও হাতে। তারা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

তিনি আরও বলেন, “আমাদের শাপলা প্রতীক ছাড়া কোনো বিকল্প নেই। কমিশন শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারেনি। এটি তাদের স্বেচ্ছাচারী আচরণের প্রতিফলন।”

ইসির কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন এখন প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে।

কীভাবে রাজনৈতিক দলের প্রতীক বিধিমালায় অন্তর্ভুক্ত হয়, আর শাপলা কেন হয়নি— সে বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। মনে হচ্ছে, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নয়।

তিনি আরও বলেন, “মেরুদণ্ডহীন এই নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না। কমিশন যাদের দ্বারা নিয়োগ পেয়েছে, তাদের স্বার্থেই কাজ করছে। আমরা শাপলা ছাড়া কোনো প্রতীক গ্রহণ করবো না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর