[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ৪:৩৬ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিনন্দন জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, তাদের আন্তরিক অভিনন্দন জানাই। এটিই গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের সৌন্দর্য হলো—সবার প্রতি শুভেচ্ছা জানানো। যদিও কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল, তবুও দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়াটা ইতিবাচক দিক।”

তিনি আরও বলেন, তার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবার ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি। তবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে তিনি অভিনন্দন জানান।

শিক্ষাঙ্গনের রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপির এ নেতা বলেন, “ডাকসু কিংবা চাকসু—এসব নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে অনেকে জাতীয় পর্যায়ের বড় রাজনীতিবিদ হয়েছেন, আবার কেউ কেউ এখনো সংগ্রাম করছেন। শিক্ষাঙ্গনের রাজনীতি জাতীয় রাজনীতির প্রতিফলন ঘটায়।”

তিনি মনে করেন, বড় রাজনৈতিক দলের সমর্থন ছাড়া ডাকসুর নির্বাচিত নেতারা জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেননি। তবে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের পেছনে ছাত্র আন্দোলন ও ছাত্র সংসদগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে শীর্ষ তিনটি পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস. এম. ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন।

ফলাফলে দেখা যায়, ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদের বিপরীতে লড়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর