[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার।

একইসঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাবেক এনসিপি নেতা মাহিন সরকার।

তিনি বলেন, “সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য থাকা জরুরি। ডাকসুতে অভ্যুত্থানের অগ্রসেনারা থাকলে তারা বেশি দায়িত্বশীল হবেন।

আবু বাকের মজুমদার অভ্যুত্থানের অগ্রসেনানী, তাই তার বিজয় আমার বিজয়ের সমান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর