[email protected] বুধবার, ৬ আগস্ট ২০২৫
২২ শ্রাবণ ১৪৩২

কক্সবাজারে হঠাৎ এনসিপির ৪ শীর্ষ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫ ৫:০৫ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারে হঠাৎ করেই গোপনে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা।

একাধিক গোয়েন্দা সূত্র এবং হোটেল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা সেখানে গেছেন—এমন জল্পনা তীব্র হয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তীব্র আলোচনা ছড়িয়ে পড়েছে।

কক্সবাজারে গমনকারী এনসিপি নেতারা হলেন—তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

রয়েল টিউলিপ হোটেলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “কোনো পূর্বঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর ১২টার পর হঠাৎ করেই এই চার নেতা হোটেলে প্রবেশ করেন। সবকিছু এতটাই গোপন ছিল যে আমরা নিজেরাও অবাক হয়ে যাই।”

তবে পিটার হাসের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে রাজি হননি কেউ। এক কর্মকর্তা বলেন, “পিটার হাস সম্ভবত এখনো হোটেলে আসেননি বা তিনি আদৌ এখানে রয়েছেন কি না, তা নিশ্চিত নই।”
অন্য একজন কর্মকর্তা বলেন, “পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে, তবে তিনি আসলেই পিটার হাস কি না, সে বিষয়ে নিশ্চিত নই।”

এদিকে, কক্সবাজার বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, সাড়ে ৩টার ফ্লাইটে এনসিপির এই চার নেতা রাজধানীতে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এ সফর নিয়ে বিভ্রান্তি আরও বাড়ে, কারণ বিমান সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১০ এপ্রিল বাংলাদেশ ছেড়েছেন এবং এরপর থেকে তার দেশে ফেরা কিংবা নতুন করে আগমন সম্পর্কিত কোনো তথ্য নেই।

অন্য একটি সূত্র দাবি করেছে, “পিটার হাসের সঙ্গে বৈঠকের কথা বলে এনসিপি নেতারা আসলে অন্য একটি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে গোপন বৈঠক করেছেন।”

তবে এসব গুঞ্জন ও আলোচনার মাঝেই এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, “আমরা আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসিনি। পদযাত্রায় শরীর ও মানসিকভাবে ক্লান্ত ছিলাম, তাই হঠাৎ ঘুরতে চলে এসেছি। হোটেলে চেক-ইন করেই দেখি, নানা ধরনের সংবাদ ছড়ানো হচ্ছে।”:

এই রিপোর্টে উল্লিখিত তথ্যগুলো বিভিন্ন সূত্র ও জনমনে ছড়িয়ে পড়া আলোচনার ভিত্তিতে তৈরি। পিটার হাস বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর