[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫ ৪:১৯ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জুলাই সনদ হাতে পাওয়ার পরই, ৩০ জুলাই বিএনপি কিছু সংশোধনীসহ লিখিত প্রতিক্রিয়া জমা দিয়েছে। বিএনপি শুরু থেকেই সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে।”

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, “এর ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ঘোষণাপত্রে প্রস্তাবিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল ২৬ মার্চকে উপস্থাপন না করার প্রস্তাব, যেখানে বিএনপি দ্বিমত প্রকাশ করেছে। পাশাপাশি, রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে চতুর্থ তপশিলের মাধ্যমে তা নিশ্চিত করার পক্ষে মত দিয়েছে বিএনপি।”

তিনি আরও জানান, বিএনপি যেসব সংশোধনী প্রস্তাব করেছে, সেগুলো গ্রহণ না করা হলে ঘোষণাপত্র পাঠের পর দলটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে সালাহউদ্দিন বলেন, “সনদ বাস্তবায়নে বিএনপি কোনোভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। বরং ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর ঐক্য রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করছি। যারা বলছেন বিএনপি নিশ্চয়তা ছাড়া সনদে সই করবে না, তাদের ধারণা বিভ্রান্তিকর।”

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বিষয়ে তিনি জানান, সংস্কার কমিশনের আলোচিত ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে বিএনপি ১২টিতে একমত হয়েছে এবং ৭টিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

এ সময় সালাহউদ্দিন অভিযোগ করেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে এখনো বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর