নতুন বাংলাদেশ’ বিনির্মাণে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ইশতেহার পাঠ করেন।
নাহিদ ইসলাম বলেন, “গত বছর এই দিনে আমরা এই শহীদ মিনার থেকেই ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের ঐতিহাসিক এক দফা। সেটি কোনো ব্যক্তি, দল বা সংগঠনের নয়, বরং বাংলাদেশের জনগণ, অভ্যুত্থানকারী ছাত্র-জনতা ও শহীদ ভাইবোনদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল।”
তিনি আরও বলেন, “আমরা দায় ও দরদের রাজনীতির কথা বলেছিলাম। প্রতিশ্রুতি দিয়েছিলাম এমন এক রাজনৈতিক বন্দোবস্ত গঠনের, যেখানে স্বৈরতন্ত্র আর কখনো ফিরে আসতে পারবে না। তবে সত্য এই যে—ফ্যাসিবাদী সরকারের পতন হলেও, ফ্যাসিবাদী বন্দোবস্ত এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি।”
এ সময় তিনি এনসিপির ২৪ দফা ইশতেহার তুলে ধরেন, যেখানে নতুন সংবিধান প্রণয়ন থেকে শুরু করে মানবিক রাষ্ট্র গঠনের নানা দিক তুলে ধরা হয়।
১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক ঘোষণা
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও শহীদদের বিচার
৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতির দমন
৬. জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গঠন
৭. গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ
৯. সার্বজনীন স্বাস্থ্যসেবা
১০. সমন্বিত জাতিগঠনমূলক শিক্ষানীতি
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা
১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি
১৫. তরুণদের জন্য কর্মসংস্থান
১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন
১৭. টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা
১৮. শ্রমিক ও কৃষকের অধিকার সুরক্ষা
১৯. জাতীয় সম্পদ ও খনিজ ব্যবস্থাপনা
২০. পরিকল্পিত নগরায়ন, পরিবহন ও আবাসন
২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
২২. প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার
২৩. বাংলাদেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি
২৪. আধুনিক ও টেকসই জাতীয় প্রতিরক্ষা কৌশল
নাহিদ ইসলাম বলেন, এই ইশতেহার শুধু একটি দলের প্রতিশ্রুতি নয়, বরং একটি রূপান্তরিত বাংলাদেশের রূপরেখা।
এসআর
মন্তব্য করুন: