জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ১৯৭২ সালের সংবিধান কোনো জাতীয় ঐকমত্যের দলিল নয়, বরং এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দলীয় আদর্শে রচিত হয়েছিল।
তিনি দাবি করেন, “এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না।”
রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সেখানে সারজিস আলম বলেন,
“এই সংবিধান বাস্তব অর্থে আরেকটি দেশ থেকে আমদানি করা হয়েছে। আমরা আজ এই মঞ্চে দাঁড়িয়ে মুজিববাদী সংবিধান ভেঙে দিয়ে একটি নতুন সংবিধানের দাবি জানাতে এসেছি।”
সারজিস আলম বলেন,
“২৩ বছর পাকিস্তানের শাসনে থেকেছি, অধিকার পাইনি। স্বাধীনতার ৫৪ বছর পরেও বাংলাদেশের মাটিতে সেই অধিকার অধরাই থেকে গেছে। এক বছর আগে আমরা এই শহীদ মিনারে দাঁড়িয়ে হাসিনার পতনের ডাক দিয়েছিলাম। আজ এক বছর পেরিয়ে গেলেও জনগণের সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি।”
তিনি হতাশা প্রকাশ করে বলেন,
“আমরা আর আশ্বাস শুনতে চাই না। আজ থেকে এক বছর আগে এই মঞ্চে যারা ছিলেন, তাঁদের অনেকে এখন শহীদ। তাঁদের পরিবারের সদস্যরা আজ এখানে উপস্থিত। আমরা এসেছি সেই শহীদদের হত্যার বিচার চাইতে।”
সমাবেশে সারজিস আলম বলেন,
“এই লড়াই শুধু ২০২৪ সালের নির্বাচনের জন্য নয়। আমরা সেই শক্তিগুলোর বিচার চাই যারা বিডিআর ট্র্যাজেডি ঘটিয়েছে, যারা ২০১৩ সালে শাপলা চত্বরে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা মৌলিক রাজনৈতিক সংস্কারের নিশ্চয়তা চাই, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাতে এসেছি।”
দেশে চলমান জঙ্গিবাদ ইস্যুতে সরব হয়ে এনসিপি নেতা বলেন,
“বাংলাদেশে জঙ্গিবাদ যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি জঙ্গি নাটকও বরদাশত করা হবে না। আর সিভিল সোসাইটি নামে দালালচক্রের ভূমিকাও আর এ দেশের মানুষ মেনে নেবে না।”
সারজিস আলমের এই বক্তব্যের মধ্য দিয়ে এনসিপি সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান আরও স্পষ্ট করল। একইসঙ্গে দলটি একটি ‘নতুন ও জনভিত্তিক’ সংবিধান প্রণয়নের দাবি তুলে ধরেছে।
এসআর
মন্তব্য করুন: