আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন,
“দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই তরুণদের একটি বড় অংশ এখনও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিবাদী শাসন তাদের সেই অধিকার কেড়ে নিয়েছে।”
তিনি আরও বলেন,
“আসন্ন নির্বাচনে এই তরুণ প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে—তাদের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করার। এই সুযোগকে কাজে লাগিয়ে বিএনপির পরিকল্পিত ও স্বাবলম্বী বাংলাদেশের পথকে বাস্তবায়ন করতে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
“ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী এবং দেশের প্রতিটি শিক্ষার্থী ও তরুণের কাছে আমার এই বার্তা পৌঁছে দাও—
‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’”
তার এ বক্তব্যে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও একসঙ্গে স্লোগানে সুর মেলান—
‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’
তিনি বলেন,
“আজকের দিনেই আমাদের এই অঙ্গীকার হোক—
‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’”
তরুণ প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণকে কেন্দ্র করে বিএনপির এই প্রচারণা নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। দলটি মনে করছে, নতুন ভোটারদের সমর্থন আদায়েই আগামী নির্বাচনের জন্য তারা বড় একটি শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।
এসআর
মন্তব্য করুন: