[email protected] বুধবার, ৬ আগস্ট ২০২৫
২২ শ্রাবণ ১৪৩২

শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু, ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫ ৫:৩৬ পিএম

সংগৃহীত ছবি

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ঘোষিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ উপস্থাপন উপলক্ষে সমাবেশ শুরু করেছে।

রোববার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশের মধ্য দিয়ে তারা বাংলাদেশের নতুন নির্মাণের বার্তা দিতে চায়।

সমাবেশ শুরুর আগেই দুপুর থেকে শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। আগতদের জন্য শহীদ মিনার চত্বরে বসার আয়োজন হিসেবে বিছানো হয়েছে লাল কার্পেট। সমাবেশ কার্যক্রম সবার দৃষ্টিগোচর করতে আশপাশে স্থাপন করা হয়েছে বড় ডিজিটাল পর্দা।

দলটির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। পুরো সমাবেশ পরিচালনায় রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দুপুরের দিকেই পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড এলাকায় টহল দিয়েছে।

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন,

“গণ-অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত এনসিপি একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
আমরা আজকের সমাবেশ থেকে যে রূপরেখা তুলে ধরবো, তা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়—এটি একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা। দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, প্রশাসনসহ প্রতিটি খাতের আমূল পরিবর্তনের দিকনির্দেশনা থাকবে ‘নতুন বাংলাদেশের ইশতেহারে’।"

 

বিশ্লেষকদের মতে, এনসিপি এবার নিজেদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনসমক্ষে সুস্পষ্টভাবে উপস্থাপন করতে চায়। সমাবেশে ঘোষিত ইশতেহারকে কেন্দ্র করে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে।

সমাবেশ শেষে দলের পক্ষ থেকে ইশতেহার এবং পরবর্তী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর