[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

বসুন্ধরায় আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় গ্রেপ্তার ২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫ ৫:২৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বসুন্ধরায় একটি প্রশিক্ষণ কার্যক্রমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৬ জনকে গ্রেপ্তার করেছে।

গত ৮ জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন হলে আয়োজিত ওই অনুষ্ঠানে সারাদেশ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন।

রোববার (৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান।

তিনি জানান, বসুন্ধরার ওই অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কোনো পরিকল্পনা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করেছে ভাটারা থানা। মামলার ধারায় এ পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সিটিটিসি ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করছে।

ডিএমপি কর্মকর্তা জানান, গেল ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরও ২১ জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর