[email protected] বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
২২ শ্রাবণ ১৪৩২

দেশে ফ্যাসিবাদী শাসনের আর পুনরাবৃত্তি হতে দেব না -মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫ ৫:১৫ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আজ শপথ নিতে হবে যে, দেশে ফ্যাসিবাদী শাসনের আর পুনরাবৃত্তি হতে দেব না।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আজ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্নভাবে আমাদের বিভক্ত করার চেষ্টা চলছে, কিন্তু সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করব।

তিনি আরও দাবি করেন, “আমাদের প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে দেশের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে।

সেখান থেকে মাঝে মাঝে হুমকি এসেছে, যা দেশের স্থিতিশীলতা নষ্ট করছে।”

গণ-আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শুধু ৩৬ দিনের আন্দোলন নয়, গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মীরা এবং ছাত্রসমাজ গণতন্ত্র রক্ষায় জীবন দিয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর