জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সফলতা ও ব্যর্থতা মূল্যায়নের লক্ষ্যে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয়।
শনিবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এ সেমিনার থেকে ‘ইন্তিফাদা বাংলাদেশ’ নামে একটি নতুন নাগরিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।
সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা মির ঈদ্রিস এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার ও সমাজকর্মী এম মাহবুবুর রহমান। শুরুতে প্ল্যাটফর্মটির লক্ষ্য ও রূপরেখা তুলে ধরেন লেখক ও প্রকাশক আবু তাসমিয়া আহমেদ রফিক।
তিনি বলেন, ‘ইন্তিফাদা বাংলাদেশ’-এর লক্ষ্য হচ্ছে—আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জাতীয় পরিসরে মুসলিম বাংলার মূল্যবোধ, আকাঙ্ক্ষা ও আত্মপরিচয় সমুন্নত রাখা। সেইসঙ্গে তাওহীদভিত্তিক সমাজ বিনির্মাণ ও প্রজন্ম গঠনে ভূমিকা রাখা।
বক্তারা বলেন, গত বছরের গণঅভ্যুত্থানের একটি বড় অর্জন ছিল পূর্বতন সরকারের পতন এবং ফ্যাসিবাদী শাসনের অবসান। তবে তাদের মতে, আন্দোলনের যে মূল চেতনা ও আকাঙ্ক্ষা ছিল, তা পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। রাষ্ট্র ও নতুন শাসনব্যবস্থা আহত-নিহতদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
আলোচনায় বক্তারা আরও বলেন, অপরাধীদের বিচারে ধীরগতি এবং সংস্কারের নামে ধর্ম ও দেশের বিরুদ্ধে নানা এজেন্ডা বাস্তবায়নের আশঙ্কাও রয়েছে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন—মুফতি জসিম উদ্দিন রহমানি, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, অধ্যাপক ড. সরোয়ার, বিশ্লেষক আসিফ মাহতাব উৎস, মেজর শাহিন, ডা. মেহেদি, ডা. শামসুল আরেফিন শক্তি, সাবেক কর্নেল হাসিন (নেক্সাস), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, কমোডর (অব.) মেসবাহউদ্দিন, ব্রিগেডিয়ার (অব.) আবু নাসের, মেজর কামরুল ইসলাম, মেজর রাশেদ খান, সাবেক সচিব মোহিউদ্দিন ফারুক, লেখক রেজওয়ান হারুন, জামিআ’তুল মুদাররিসীন বাংলাদেশের প্রতিনিধি মাহমুদুল হাসান, সাবেক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর হাসানুজ্জামান ও সাবেক সচিব নূরে আলম মিয়া প্রমুখ।
এসআর
মন্তব্য করুন: