[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট গণমিছিল সফল করতে জামায়াত সেক্রেটারির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৫ ৯:৫৪ পিএম

সংগৃহীত ছবি

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের প্রতিটি জেলা ও মহানগরে এ গণমিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। একই সঙ্গে তিনি গণমিছিল শান্তিপূর্ণ ও সফলভাবে আয়োজনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন,

“২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল আয়োজন করা হবে। আমি জামায়াতে ইসলামীর সব জেলা ও মহানগর শাখাকে এ কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দিচ্ছি।”

অধ্যাপক পরওয়ার বলেন,

“গণমিছিল সফল করতে সকল জেলা-মহানগরে শৃঙ্খলাপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশের সকল সচেতন নাগরিককে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার চর্চার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি যেন কোনো বাধার সম্মুখীন না হয়, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিক সহযোগিতাও কামনা করছি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর