[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

আগামী নির্বাচন হতে হবে ‘জুলাই সনদ’ অনুযায়ী : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৫ ৭:৪৫ পিএম

সংগৃহীত ছবি

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় তা জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী নির্বাচন হতে হবে ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে।

শনিবার (২ আগস্ট) রাজধানীতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই।

তবে জুলাই সনদের বিষয়েও ৫ আগস্টের মধ্যে একটি চূড়ান্ত সুরাহা দরকার। অধিকাংশ বিষয়েই ঐকমত্য হয়েছে। বাস্তবায়ন পদ্ধতি নির্ধারিত হলেই আমরা স্বাক্ষর করব—তবে এর আইনি স্বীকৃতি থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘সংস্কারের কাজ নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিলে চলবে না। নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে জুলাই সনদ অনুযায়ী।’

এ সময় তিনি জানান, রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে। একইসঙ্গে ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ার করে বলেন, “জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি কেউ যদি এর নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর