রাজধানীতে রোববার (৩ আগস্ট) একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচিকে ঘিরে যানজটের আশঙ্কায় ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে এসব এলাকাজুড়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্র সমাবেশ করবে।
এ ছাড়া বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে চলমান ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট: জুলাই জাগরণ’ উৎসবও চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এদিন এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং বিসিএস পরীক্ষাও থাকায় রাজধানীতে যান চলাচলে বাড়তি চাপ সৃষ্টি হতে পারে বলে ডিএমপি জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: