[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

শাহবাগে অবরোধকারীদের সঙ্গে ‘প্রকৃত জুলাই যোদ্ধা’দের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৫ ১২:২৮ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগ মোড়ে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে সরিয়ে দেয়। পরে শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ‘জুলাই যোদ্ধা’দের একটি পক্ষ শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয়। রাত পেরিয়ে শুক্রবার সকালেও তারা ত্রিপল বিছিয়ে আন্দোলন চালিয়ে যায় এবং অস্থায়ী মঞ্চে বক্তব্য দেয়। সড়কের চারদিকে ব্যারিকেড থাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শুক্রবার বিকেলে আরেকটি পক্ষ এসে আন্দোলনের বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। তখন পুলিশ হস্তক্ষেপ করে লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, সংঘর্ষের আশঙ্কায় পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয় এবং মোড়টি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

অবরোধকারীদের দাবি ছিল—‘জুলাই যোদ্ধা’ ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চয়তা, দায়ীদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার এবং একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন।

এর আগে গত ২২ জুন সরকার ঘোষিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অগ্রগতি না থাকায় ‘জুলাই যোদ্ধা সংসদ’ সংবাদ সম্মেলন করে উদ্বেগ প্রকাশ করে এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়। সংগঠনের নেতারা বলেন, দাবি পূরণে পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বিস্তৃত হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর