[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

ঐতিহাসিক ছাত্র সমাবেশ ঘিরে ছাত্রদলের ৬ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৫ ৬:৪২ পিএম

সংগৃহীত ছবি

আগামী ৩ আগস্ট অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ছাত্র সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের জন্য ছয় দফা গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, সমাবেশে সুশৃঙ্খল অংশগ্রহণ নিশ্চিতে নিচের নির্দেশনাগুলো মেনে চলতে হবে:

১. ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড সঙ্গে আনা যাবে না।
২. কেন্দ্র কর্তৃক নির্ধারিত স্থানে প্রতিটি ইউনিটকে শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করতে হবে।
৩. কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে জরুরি যানবাহনের চলাচলে সহযোগিতা করতে হবে।
৪. কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
৫. ব্যক্তিগত শোডাউন বা মিছিল করে সমাবেশস্থলে যাওয়া নিষিদ্ধ।
৬. নির্ধারিত জায়গা পরিষ্কার করে সমাবেশ শেষে স্থান ত্যাগ করতে হবে।

বিবৃতিতে জানানো হয়, এই নির্দেশনা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর