[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

জাতীয় সরকার প্রসঙ্গে নাহিদের দাবি ‘ঠিক নয়’ — মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৫ ২:৪০ এএম

সংগৃহীত ছবি

জাতীয় সরকার গঠন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “নাহিদ ইসলাম যে দাবি করেছেন, সেটা ঠিক নয়। বললেই তো হবে না। বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকার নিয়ে কোনো কথা বলা হয়নি।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, ২০২৩ সালের ৫ আগস্ট রাতে তারা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেন। তবে তারেক রহমান সেই প্রস্তাব নাকচ করে দিয়ে নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, ৭ আগস্ট ভোরে বিএনপি মহাসচিবের বাসায় গিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়েও আলোচনা করেন।

তবে এসব দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের সঙ্গে তাদের কোনো কথা হয়েছে কি না, সেটা আমরা জানি না।”

এর আগে তিনি বলেন, “জাতীয় সরকার গঠনের প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে আসেনি, এটি অন্য কোনো মহল থেকে আসতে পারে।”

নাহিদ ইসলামের পোস্ট এবং বিএনপির প্রতিক্রিয়া ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম নিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর