ঢাকার বসুন্ধরাসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন রাজনৈতিক বৈঠকের অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই বৈঠকে অংশগ্রহণের অভিযোগে সেনাবাহিনীর এক মেজরকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, ৮ জুলাই আয়োজিত বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন। অভিযোগ রয়েছে, সেনা কর্মকর্তা সেখানে দলের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেন।
ভাটারা থানায় দায়ের করা মামলায় বলা হয়েছে, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা।
সেনা সদরের কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত মেজরের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা জানান, অভিযুক্ত মেজরকে ইতোমধ্যে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
সূত্র: বিবিসি
এসআর
মন্তব্য করুন: