[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ১:২২ এএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

বুধবার (২৩ জুলাই) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন। এসব কারণেই চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যান এবং হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি হন। সেখানে ১৭ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে বড় ছেলে তারেক রহমানের কিংস্টনস্থ বাসায় অবস্থান করেন।

চিকিৎসকরা সে সময় জানিয়েছিলেন, বয়সজনিত কারণে লিভার ট্রান্সপ্লান্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। পরে তিন মাসের চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফেরেন।

এর আগে কারাবন্দি অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চাইলেও সেই আবেদন অনুমোদন করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার, যার ফলে তার চিকিৎসা প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল বলে বিএনপির অভিযোগ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর