[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২

ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন ২০২৫ ১:৪৮ এএম

সংগৃহীত ছবি

৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার ঘটনায় দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

‘ক্ষমা প্রার্থনা’ শিরোনামে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

আমার এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে কষ্ট দিয়েছে—যা কোনোভাবেই আমার উদ্দেশ্য ছিল না।

তিনি আরও বলেন, “যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করছেন, আমি অতীতেও তাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।

আপনাদের অনুভূতির প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। জনগণের ন্যায্য আন্দোলনের প্রতি আমি আমার অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর