[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টার জন্মদিনে তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ৮:৫৩ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৫ ১১:৩৭ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও কেক পাঠানো হয়েছে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ফুলের তোড়া ও কেক নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান। সেখানে উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম শুভেচ্ছা উপহার গ্রহণ করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুভেচ্ছা পেয়ে ড. ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শনিবার ছিল তার ৮৫তম জন্মদিন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর