[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

চীন সফর শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ২:০৮ এএম

সংগৃহীত ছবি

পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছে বিএনপির নয় সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি শুক্রবার (২৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। সেখানে চীন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে গত ২২ জুন প্রতিনিধি দলটি বেইজিং ও শিয়ানে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেয়। সফর শেষে ফিরে এসে বিমানবন্দরে মির্জা ফখরুল বলেন, "চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সিপিসির শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে।"

তিনি জানান, চীনের দ্রুত অগ্রগতি দেখে তারা অভিভূত হয়েছেন এবং দুই দলের মধ্যে সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

সফরের শেষ দিনে প্রতিনিধি দল সানঝি প্রদেশের জিয়ান শহরের একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করে। সেখানে নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষাবিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণ করে তারা।

বিএনপির পক্ষ থেকে সিপিসিকে দুই দলের মধ্যে নিয়মিত সংলাপ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবির খান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর