বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিফাত রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ইনামুল হাসান।
বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম এবং মুখপাত্র নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা।
নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন—সাবেক সমন্বয়ক ও সদ্য পদত্যাগী এনসিপি নেতা রাশিদুল ইসলাম রিফাত (রিফাত রশীদ নামে পরিচিত) এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)।
সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন:
সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়েন:
মুখপাত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন:
কাউন্সিল সূত্রে জানা গেছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ফলাফলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সংগঠনটি বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র অধিকার এবং শিক্ষার ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে।
এসআর
মন্তব্য করুন: