[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে রওনা হয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন ২০২৫ ৭:০১ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রওনা হয়েছেন।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে হাসপাতালে উদ্দেশ্যে যাত্রা করেন।

এর আগে, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এবং ৮ জানুয়ারি পৌঁছান। সেখানে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। এরপর ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসভবনে অবস্থানকালে লন্ডনের খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের মতে, তার চিকিৎসা ও পর্যবেক্ষণ প্রয়োজন নিয়মিতভাবে।

এর আগে তার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে দেশের রাজনীতিতে দীর্ঘদিন বিতর্ক ছিল। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন মামলার নিষ্পত্তি ঘটে। সাম্প্রতিক সময়ে উচ্চ আদালতের কয়েকটি পর্যবেক্ষণে এসব মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে অভিহিত করা হয়েছে।

বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তার স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর