[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

সব রাজনৈতিক দলের প্রতি জামায়াত আমিরের আহ্বান: ‘জাতীয় স্বার্থে দায়িত্বশীল হোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৫ ৫:৪৬ পিএম

ফাইল  ছবি

ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান-অভিমান ও ক্ষোভ পেছনে ফেলে জাতীয় স্বার্থে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা দেখাতে হবে।”

তিনি আরও প্রার্থনা করেন, “আল্লাহ তায়ালা যেন এই জাতিকে সাহায্য করেন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেন। আমিন।”

ডা. শফিকুর রহমানের এই বার্তাটি এমন সময় এলো, যখন দেশে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো সরকারবিরোধী নানা কর্মসূচিতে সক্রিয় এবং রাজনৈতিক অঙ্গনে ঐক্য ও কৌশলগত সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। তার এই আহ্বানকে অনেকে ঐক্য গড়ার একটি ইঙ্গিত হিসেবেও দেখছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর