[email protected] সোমবার, ৪ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

রাউজানে যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৫ ২:২৫ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলায় মুহাম্মদ ফোরকান (৫২) নামের এক যুবলীগ নেতাকে অপমানজনকভাবে শাস্তি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর গুজরা ইউনিয়নের আয়েশা বিবির পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফোরকান বাজারে গেলে একদল যুবক তাকে আটক করে। এরপর তার মাথা ন্যাড়া করে গলায় জুতার ও ঝাড়ুর মালা পরিয়ে এলাকায় হাঁটানো হয়। এক পর্যায়ে থাপ্পড় দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পূর্ব গুজরা ইউনিয়ন যুবলীগের ২ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ফোরকান মুনিরীয়া যুব তবলিগ কমিটির কার্যালয় ভাঙচুরের একটি মামলার অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, “মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় হস্তান্তর করা হয়।

প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে শনিবার আদালতে পাঠানো হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর