[email protected] শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
৩১ শ্রাবণ ১৪৩২

আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো—ধ্বংস করা যায় না-শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে ২০২৫ ২:৪৭ পিএম

সংগৃহীত ছবি

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, "নির্বাচনের সুযোগ যখন পাবো, তখন ইনশাআল্লাহ নির্বাচন করবো।

আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো—ধ্বংস করা যায় না। 

বুধবার (১৪ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার দেখানোর শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় মামলার তদন্ত কর্মকর্তা শাজাহান খানকে গ্রেফতার দেখানোর আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান তা মঞ্জুর করেন।

শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশে শাজাহান খান বলেন, “আগে তোমাদের (সাংবাদিকদের) স্বাধীনতা নিশ্চিত করতে হবে। লিখতেও পারো না, দেখাতেও পারো না।”

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে—দল নিষিদ্ধ হলে নির্বাচন করবেন কীভাবে—তিনি বলেন, “নির্বাচনের সুযোগ যখন পাবো, তখন করবো।”

এ সময় তিনি নোবেল বিজয়ী ড. ইউনূসকে ইঙ্গিত করে বলেন, “ইউনূস জামায়াতের সঙ্গে অবৈধ আঁতাত করে টিকে আছে। এই প্রেম বেশিদিন টিকবে না।”

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার হন শাজাহান খান। এরপর তাকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয় এবং তিনি এখনও কারাবন্দি রয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর