বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন আগামীকাল।
হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইটে তিনি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
সোমবার সকাল ৯টায় সিলেটে পৌঁছাবেন তিনি। তার সঙ্গে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জোবায়দা রহমান। বিমানবন্দরে সংক্ষিপ্ত সময় অবস্থানের কথা রয়েছে তাদের।
বেগম জিয়ার আগমন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সোমবার সকালে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগরের ৪২টি ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিজ নিজ ব্যানারসহ সকাল ৮টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
এছাড়া সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পৃথক বার্তায় বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তাদের মতে, বেগম জিয়ার এই সফর সিলেটজুড়ে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং গণতন্ত্রকামী জনগণের মাঝে নতুন আশার আলো জ্বালিয়েছে।
নেতারা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সাধারণ জনগণকে সকাল ৯টায় বিমানবন্দরে উপস্থিত থেকে বেগম জিয়াকে স্বাগত জানানোর অনুরোধ জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: