[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

এনসিপির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫ ১২:৫২ এএম

উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা জানিয়েছেন, নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা জানিয়েছেন, নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই

সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লেখেন, "আমি এনসিপির সঙ্গে সম্পৃক্ত নই।

আমার অনেক পরিচিত এই দলে থাকলেও ব্যক্তিগতভাবে আমার কোনো সম্পর্ক নেই। তাই এনসিপি নিয়ে পরামর্শ বা প্রস্তাবনা আমার কাছে না আনার অনুরোধ জানাচ্ছি—এতে আমাদের দুজনেরই সময় বাঁচবে।"

উমামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।

অভ্যুত্থানের পর, গত অক্টোবরে সংগঠনের কাঠামো পুনর্গঠিত হলে উমামা মুখপাত্রের দায়িত্ব পান এবং ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নেন।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই সময় আন্দোলনের অনেক নেতাই এনসিপিতে যোগ দেন, তবে উমামা সেই পথে হাঁটেননি।

বর্তমানে তিনি এখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় রয়েছেন। সংগঠনটির কাঠামো ফের পুনর্গঠিত হতে পারে এবং উমামা সেখানে শীর্ষ পদপ্রত্যাশী বলে সূত্রে জানা গেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর