চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তার দেশে ফেরার জন্য প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স। মঙ্গলবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, “চিঠিটি নিয়ে কাজ চলছে। যথাযথ সহায়তা দেওয়া হবে।”
বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া। দীর্ঘদিন পর এবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।
২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি হন খালেদা জিয়া। পরে করোনা মহামারির সময় তাকে সরকার বিশেষ বিবেচনায় মুক্তি দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে তিনি সম্পূর্ণ মুক্তি পান। একই সঙ্গে বাতিল হয় তার বিরুদ্ধে থাকা দুটি দুর্নীতির মামলার রায়।
চিকিৎসার প্রয়োজনে চলতি বছরের ৮ জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। প্রথমে ১৭ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর ২৫ জানুয়ারি তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। কারাবন্দি অবস্থায় তার চারটি ঈদ কেটেছে হাসপাতাল ও কারাগারে। তবে এবারের ঈদে পরিবারের সঙ্গে কাটানো সময় তার জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।
এসআর
মন্তব্য করুন: