[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য এত আত্মত্যাগ নয়: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫ ৮:৩৫ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশের জনগণ কোনো মহামানবের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে আন্দোলন-সংগ্রাম করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার বিএনপির সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন,

“কোনো মহামানব দেশের গণতন্ত্রের সমাধান দেবে—এমন ধারণা বিশ্বাস করার কোনো কারণ নেই। জনগণ নিজেরাই তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। কোনো বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী হয়ে জনগণের অধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রের সংস্কার করবে—এটাও মেনে নেওয়া যায় না।”

এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ এখনো অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছে। গত সপ্তাহে দোহায় আর্থনা সামিটে অংশ নেওয়ার সময় দেওয়া সেই সাক্ষাৎকার সম্প্রচার হয় রোববার রাতে।

ড. ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় আমির খসরু প্রশ্ন তোলেন—“যে জনগণের কথা বলা হচ্ছে, তারা কারা? জনগণ ভোট চাইছে না—এমন ধারণা কীভাবে তৈরি হলো?”
তিনি আরও বলেন,

“এখন কোনো বিশেষ গোষ্ঠী নিজেদের সুবিধার জন্য গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন,

“শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রায় ৫০টি রাজনৈতিক দল যুক্ত ছিল। তারা সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের দাবি জানিয়েছে। যেখানে যে সংস্কারের প্রয়োজন, তা দ্রুত সম্পন্ন করে নির্বাচন কমিশনকে দিনক্ষণ নির্ধারণ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।”

তিনি জানান,

“গত ১৬ বছরের সংগ্রাম ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ও মালিকানা ফিরিয়ে আনার জন্য। জনগণের ভোটে নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটাই মূল লক্ষ্য।”

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয় মিত্র শরিক দলগুলোর সঙ্গে।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
ন্যাপ-ভাসানীর নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান আজহারুল ইসলাম, আমজনতার দলের নেতৃত্ব দেন সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল মশিউজ্জামান এবং বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা আখতার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর