[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো চাপ মেনে নেবে না জামায়াত: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ১২:২২ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো দেশের হুমকি বা রক্তচক্ষুকে ভয় পায় না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, একটি টেকসই ও গ্রহণযোগ্য গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, দেশের কল্যাণে প্রয়োজনীয় যেকোনো পরিবর্তন বা সংস্কারের ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিতে জামায়াত প্রস্তুত। ব্যক্তিগত বা দলীয় দৃষ্টিভঙ্গির বদলে দেশ ও জাতির মঙ্গলকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কিছু মূলনীতির বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। প্রথমত, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো বিদেশি চাপ বা হস্তক্ষেপকে পরোয়া করে না। দ্বিতীয়ত, দলটি একটি নির্ভরযোগ্য ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে।

দলীয় অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, “আমাদের নির্বাচনে কোনো ক্যাম্পেইন, প্রার্থী বা প্যানেল থাকে না। খোলা ব্যালটের মাধ্যমে সময়মতো নির্বাচন হয়। এটাই আমাদের বিশেষত্ব। আমরা চাই, এ ধরনের গণতান্ত্রিক চর্চা দেশব্যাপী বিস্তৃত হোক। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর