আসন্ন মহান মে দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বড় পরিসরে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
জাতীয় শ্রমিক দলের আয়োজনে ১ মে দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।”
নজরুল ইসলাম খান জানান, রাজধানীর পাশাপাশি আশপাশের জেলার নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেবেন। যেহেতু ১ মে একটি জাতীয় ছুটির দিন, তাই বৃহৎ সমাবেশ হলেও জনদুর্ভোগ কম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, শুধু ঢাকায় নয়, দেশের সব মহানগর ও জেলা শহরে জাতীয় শ্রমিক দলের উদ্যোগে স্থানীয়ভাবে সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, “শ্রম সংস্কার কমিশনের জমাকৃত প্রতিবেদন বিএনপি সমর্থন করে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, জাসাসের হেলাল খান এবং শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
সমাবেশ সফল করার লক্ষ্যে এর আগে গুলশান কার্যালয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসআর
মন্তব্য করুন: