ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাজী মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাসহ ১২টি মামলার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হন কাজী মনিরুল ইসলাম মনু।
ওই আসনটি একাদশ সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর শূন্য হয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি।
এসআর
মন্তব্য করুন: