[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি নয়” — নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫ ৮:২০ পিএম

ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও সরকারের অবস্থানের মধ্যে তেমন বড় কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 তিনি বলেন, “সরকার তো বলেনি ডিসেম্বরেই নির্বাচন হবে না। আমরা শুধু বলেছি, ডিসেম্বরকে ভিত্তি ধরে একটি রোডম্যাপ ঘোষণা করা হোক।”

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিকেল সোয়া ৫টা থেকে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় রাত প্রায় পৌনে ৭টায়।

নজরুল ইসলাম বলেন, “আমরা প্রয়োজনীয় নির্বাচন সংস্কার শেষে ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের পক্ষে। যদি কেউ মনে করে, তার চেয়ে বেশি সময় দরকার, তাহলে যুক্তিসহ বলতে হবে কেন। সরকার তো বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে আমরা চাই, স্পষ্টভাবে ডিসেম্বর নির্ধারণ করে একটি রোডম্যাপ দেওয়া হোক। সরকারের সঙ্গে পার্থক্য এক-দুই মাসের, অনেক বড় কোনো ফারাক নেই।”

নতুন রাজনৈতিক দল এনসিপির অভিযোগ—প্রশাসনে বিএনপির লোক বসানো হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, “যিনি অভিযোগ করেছেন, তিনিও একসময় সরকারের উপদেষ্টা ছিলেন। বিএনপিকে তো প্রশাসন থেকে সরিয়েই দেওয়া হয়েছে। বিগত সরকারের সময়ে যারা বৈষম্যের শিকার হয়েছিলেন, অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন, তাদের অনেককে পদোন্নতি দেওয়া হলেও এখন পর্যন্ত কাউকে পদায়ন করা হয়নি। তাহলে বিএনপির লোক বসানো হলো কোথায়?”

বৈঠকে বিএনপির পক্ষে নজরুল ইসলামের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অপরদিকে লেবার পার্টির ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর