[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

“সংগ্রাম এখনো শেষ হয়নি”—নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫ ৯:৫৩ পিএম

ফাইল ছবি

“সংগ্রাম এখনো শেষ হয়নি, গণতন্ত্রের উত্তরণ এখনো হয়নি”—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা-কর্মীদের প্রতি সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (২০ এপ্রিল) বিকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আবদুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা অনেক নির্ধারিত বিষয়কে আজ অনির্ধারিত করে ফেলেছি। সংস্কার, নির্বাচন—এই শব্দগুলো এখন অনেক বেশি আলোচনায় আসছে। কিন্তু এগুলোর বাস্তবায়নে প্রয়োজন ধৈর্য ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের মানসিকতা।”

তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির পক্ষ থেকে বেশ কিছু সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এসব প্রস্তাবের ভিত্তিতে আলোচনা এগিয়ে নিলে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি হতে পারে।

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলামের হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জাহিদুলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা এই সময়ের একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে, তারা গণতন্ত্র ও পরিবর্তনের পথে নয়—বরং বিভাজন সৃষ্টিকারী।”

অন্তর্বর্তী সরকারের নানা সংস্কার উদ্যোগের পরিপ্রেক্ষিতে শ্রমজীবী মানুষের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পায় না, শ্রমজীবী মানুষ বঞ্চিত হয় মৌলিক অধিকার থেকে। তাদের সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, বই পায় না। অথচ এসব বিষয়ে কোনো আলোচনা হয় না। এমনকি গণমাধ্যম বা নাটকেও শ্রমজীবী মানুষ অনুপস্থিত।”

আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “এই সন্ধিক্ষণে নোমান ভাইয়ের মতো একজন সাহসী নেতৃত্বের বড় প্রয়োজন ছিল। তিনি ছিলেন সেই ব্যক্তি, যিনি প্রতিকূল অবস্থার মধ্যেও সংগ্রামের পথ দেখাতে পারতেন। আজ দেশ ভয়ংকর ফ্যাসিবাদের মুখোমুখি, যেখানে ছাত্র-জনতার অভ্যুত্থান শুরু হয়েছে। এই সময় জনগণকে সঠিক পথে পরিচালনা করাই সবচেয়ে জরুরি।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং প্রয়াত আবদুল্লাহ আল নোমানের পুত্র সাঈদ আল নোমানসহ আরও অনেকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর