খুলনায় দীর্ঘ আট মাস পর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। গত বছরের ৫ আগস্টের পর এটাই খুলনায় আওয়ামী লীগের প্রথম আনুষ্ঠানিক মাঠ পর্যায়ের কর্মসূচি।
মিছিলটি হঠাৎ করে হওয়ায় তা আশপাশের লোকজন ও পথচারীদের দৃষ্টিতে পড়ে এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।
এতে দেখা যায়, একটি দল ব্যানারসহ জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগান ছিল— ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ও ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’।
দলটির একাধিক নেতাকর্মীর দাবি, গত ৫ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘টেলিগ্রাম’ প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়।
তারই নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি পালন করা হয় বলে তারা জানান।
তবে জেলা আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি।
ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের দু’জন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নির্দেশনা ছিল, মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না।
সে অনুযায়ী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপেক্ষাকৃত অপরিচিত নেতাকর্মীদের দিয়েই এই মিছিল পরিচালনা করা হয়েছে।”
এ বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাশার বলেন, “হঠাৎ গাড়ি থেকে নেমে ঝটিকা মিছিল করে চলে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সকালবেলা হওয়ায় সেসময় রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। পুলিশ মিছিলকারীদের শনাক্ত ও আটক করতে তৎপর রয়েছে।
এসআর
মন্তব্য করুন: