[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

মিরপুরে যুবলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫ ১১:৪৫ এএম
আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১১:৪৫ এএম

সংগৃহীত ছবি

রাজধানীতে আবারও হঠাৎ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আজ রোববার সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে গত শুক্রবার উত্তরার ঢাকা-১৮ সংসদীয় আসনে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা একই ধরনের মিছিল করেন।

ওই ঘটনার প্রতিবাদে ছাত্র ও সাধারণ জনতা সেদিনই উত্তরায় বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের এসব কর্মসূচি নিষিদ্ধের দাবি জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর