[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

হাসনাত আবদুল্লাহ

প্রথম আলো বরাবরই সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫ ২:৩১ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করায় প্রথম আলোকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটিকে ‘তথ্যসন্ত্রাস’ আখ্যা দিয়ে নিজের ফেসবুক পেজে কড়া প্রতিবাদ জানিয়েছেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, “প্রথম আলো বারবারই এ দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করে আসছে।

ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেন, তাদেরই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়। আমি সেই ষড়যন্ত্রের সর্বশেষ শিকার।”

তিনি আরও বলেন, “‘র’-এর বিরুদ্ধে একটি পোস্ট দেওয়ার মাত্র দুই দিন পরেই আমার বিরুদ্ধে এ প্রতিবেদন প্রকাশ কাকতালীয় নয়। আমার বিরুদ্ধে ওঠা বিলাসী জীবনযাপনের অভিযোগ মিথ্যা। যারা প্রশ্ন তুলেছেন, তাদের আমার বাসায় এসে বাস্তবতা দেখতে আমন্ত্রণ জানাই।”

প্রথম আলো তাদের প্রতিবেদনের শিরোনামে উল্লেখ করে, “হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন।” এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত বলেন, “বিলাসী জীবনযাপন যদি করতাম, তাহলে এত সংগ্রাম করতাম না।

ভারত বা ‘র’-এর অনুসারী হয়ে নিজের সুবিধা নিতে পারতাম, কিন্তু তা করিনি।”

তিনি তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “আমার ব্যাংক ব্যালেন্স, ট্যাক্স রিটার্ন সবই স্বচ্ছ এবং যে কেউ তা যাচাই করতে পারেন। আমি চ্যালেঞ্জ করছি—কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি এক টাকাও কারো কাছ থেকে নিয়েছি, তাহলে রাজনীতি ছেড়ে দেব।”

সবশেষে হাসনাত বলেন, “তথ্যসন্ত্রাস চালিয়ে আমাকে থামানো যাবে না। আমি ভারতীয় সাম্রাজ্যবাদ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমার অবস্থান থেকে এক চুলও সরব না। আমাদের লড়াই চলবেই। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর