আগামী জাতীয় সংসদ নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের বিষয়ে আলোচনার প্রেক্ষাপটে নিজেদের যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকটি বিকেল ৫টায় শেষ হয়।
জোটভুক্ত যেসব দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
বৈঠকে আসন্ন নির্বাচন, রাজনৈতিক রোডম্যাপ এবং আন্দোলন কৌশল নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপি সূত্র জানায়, জোটের অন্যান্য দলের সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে। একইদিন সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সঙ্গে আরেকটি বৈঠক নির্ধারিত রয়েছে।
এর আগে গত ১৬ এপ্রিল, নির্বাচনকালীন সরকারের রূপরেখা ও সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। তারা দাবি জানায়, আগামী ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। তবে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এই অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপি।
পরদিন, ১৭ এপ্রিল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠকে বসে দলটি। সেই বৈঠকেও বিএনপি নিজেরা প্রত্যাশিত অগ্রগতি না পাওয়ার কথা জানায়। পরে রাতেই দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকে, পরবর্তী কৌশল নির্ধারণে আলোচনা করে বিএনপির হাই কমান্ড।
এসআর
মন্তব্য করুন: