[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

থানা ফটকে বিএনপি নেতাকে হাতুড়িপেটা, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫ ৯:৩৩ পিএম

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার প্রধান ফটকের সামনে গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বিএনপির সাবেক উল্লাপাড়া উপজেলা নেতা আজাদ হোসেনকে হাতুড়ি ও রড দিয়ে পেটানোর ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। এ ঘটনার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলও করেছেন।

উল্লাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন বলেন,

“আজাদ হোসেন উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসে নিয়মিত উপস্থিত থাকেন। সম্প্রতি জামায়াত–শিবির নেতা–কর্মীরা উক্ত অফিসে এসে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। এই নিয়ে কথাকাটাকাটি শুরু হলে শনিবার দুপুরে থানার গেটের সামনে আজাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।”

জামায়াতের পঞ্চক্রোশী ইউনিয়ন সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু দাবি করেছেন,

“আমরা গত দুই দফা উল্লাপাড়া সিএনজি স্ট্যান্ডের ইজারা নিতে গেলে আজাদের সমর্থকরা আমাদের মারধর করে। এর জেরেই শুক্রবার আমাদের লোকেরা পাল্টা ব্যবস্থা নিয়েছে।”

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক বলেন,

“হামলার পরই বিএনপি নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে। আহত আজাদকে চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। আমরা দ্রুতই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছি।”

এই সংকটময় পরিস্থিতিতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক অঙ্গনের নেতারা শিগগিরই শান্তি প্রতিষ্ঠায় তৎপর হওয়ার জোর আহ্বান জানাচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর