সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাবে পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এছাড়া আরও ২৫টি প্রস্তাবে আংশিক সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, "সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে সংশোধনী পর্যন্ত যেসব মৌলিক প্রস্তাব এসেছে, সেগুলো নিয়ে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছি। যৌক্তিক প্রস্তাবগুলোর সঙ্গে একমত হয়েছি এবং প্রয়োজনে আবারো আলোচনায় বসবো।"
তিনি জানান, বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে ৮৯টি দফায় বিএনপি মতামত দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "সবকিছুই সংবিধান অনুযায়ী হওয়া উচিত। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন এবং এই প্রক্রিয়াটিও সংবিধানসম্মত হওয়া উচিত।"
নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়েও বিএনপির সুস্পষ্ট মত রয়েছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, "এনআইডি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণসহ নির্বাচনের যাবতীয় কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত।"
বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে বিএনপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "সংস্কার একটি চলমান ও অনিবার্য প্রক্রিয়া। সময়ের প্রয়োজনে অনেক কিছুই বদলায় এবং সেটিই স্বাভাবিক। আমরা চাই জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন হারিয়ে না যায়। ভালো করার জন্য সময় নেওয়া উচিত, তবে যেন তা বিলম্বিত না হয়।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে বিএনপির মতো এত বেশি সংস্কার আর কোনো রাজনৈতিক দল করেছে কি না, সেটা প্রশ্নবিদ্ধ। বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় শাসনব্যবস্থা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপিই প্রতিষ্ঠা করেছে।"
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সংস্থাপন সচিব মনিরুজ্জামান খান।
অন্যদিকে, বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ২০ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করে কমিশন। এ পর্যন্ত ১১টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে। বিএনপি ২৩ মার্চ লিখিতভাবে তাদের মতামত জমা দেয়
এসআর
মন্তব্য করুন: