[email protected] বুধবার, ৬ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত: আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫ ৪:০৮ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দলটি আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেখতে চায়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় ঢাকায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠক শেষে জামায়াত আমির জানান, তারা দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চান এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতির ওপর দৃষ্টি রাখছেন।

তিনি আরও বলেন, জামায়াত চায় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিচার হোক এবং এর মধ্য দিয়ে একটি স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত হোক।  

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর