[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বিগত ১৫ বছর নববর্ষ পালনেও ষড়যন্ত্র হয়েছে” — রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ৫:১০ পিএম

ফাইল  ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, গত ১৫ বছরে পরিকল্পিতভাবে একটি ভিন্ন দেশের সংস্কৃতি বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।

 সোমবার সকালে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত নববর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন 'সতীর্থ স্বজন'।

রিজভী বলেন, “বিগত ১৫ বছরে পহেলা বৈশাখের মতো ঐতিহ্যবাহী উৎসবও ষড়যন্ত্রের শিকার হয়েছে। মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। দাড়ি-টুপি পরা মানুষদের বিরুদ্ধেও নেতিবাচক প্রচার চালানো হয়েছে—যা সংস্কৃতির নামে এক ধরনের সামাজিক বৈষম্য ও বিদ্বেষ ছড়ানো।”

তিনি আরও বলেন, “এই সংস্কৃতির বিকৃতি জনগণের স্বাভাবিক ধর্মীয় ও সামাজিক চর্চাকে বাধাগ্রস্ত করেছে। আমরা কি প্রশ্ন করতে পারি না, সব দাড়ি-টুপি পরা মানুষ কি খারাপ?”

জুলাই মাসে ছাত্রদলের আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “আমি তখন কারাগারে। সেখান থেকে শুনেছি তরুণদের সাহসিকতার গল্প। পুলিশ বলছে, ‘একজন পড়ে গেলে আরেকজন এসে দাঁড়ায়।’ এই উদ্দীপনা এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও লেখার মাধ্যমে, এসেছে অন্য কবি-সাহিত্যিকদের প্রেরণাদায়ক রচনাগুলো থেকে।”

তিনি বলেন, “১৬ বছরের দীর্ঘ আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা। আজ সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আর কোনো বিলম্ব বরদাস্ত করা যাবে না। এই নববর্ষে জাতির প্রত্যাশা একটাই—তাদের ভোটাধিকার দ্রুত ফিরিয়ে দেওয়া হোক। কারণ, ফ্যাসিস্ট হাসিনা জনগণের সব অধিকার হরণ করে একটি একনায়কতান্ত্রিক শাসন কায়েম করেছিলেন।”

গণতন্ত্র ও সংস্কার প্রসঙ্গে রিজভী বলেন, “ভোটাধিকার ও সংস্কার একে অপরের পরিপূরক। গণতন্ত্র মানে অবাধ প্রবাহ, একটি খরস্রোতা নদীর মতো, যেখানে কর্তৃত্ববাদের কোনো স্থান নেই। সংস্কার মানেই সেই গণতান্ত্রিক প্রবাহকে অব্যাহত রাখা। কিন্তু আজ অনেকেই ভোটাধিকার উপেক্ষা করে শুধু সংস্কারের কথা বলছেন—এটা আমাদের জন্য বিস্ময়কর।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম, কবি রেজা স্টালিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর