[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

নববর্ষে জাতির প্রত্যাশা—দ্রুত ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ৩:৫৫ পিএম

ফাইল ছবি

পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "নববর্ষে জাতির প্রধান আকাঙ্ক্ষা হচ্ছে দ্রুত ভোটাধিকার ফিরিয়ে আনা।

কারণ বর্তমান সরকার জনগণের ভোটাধিকারসহ সব গণতান্ত্রিক অধিকার হরণ করে একক কর্তৃত্ব কায়েম করেছে।"

সোমবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পহেলা বৈশাখ উপলক্ষে সতীর্থ স্বজন নামের একটি সংগঠন এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

রিজভী বলেন, "বিগত ১৫ বছর ধরে একটি পরিকল্পিতভাবে দেশের মৌলিক সংস্কৃতিকে ব্যাহত করার চেষ্টা চলছে।

এমনকি পহেলা বৈশাখের মতো সর্বজনীন উৎসবেও নানা বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছে। আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় পোশাক বা প্রতীকের বিরুদ্ধে নেতিবাচক বার্তা—এসবই এর অংশ।"

জুলাই মাসে ছাত্রদলের আন্দোলনের স্মৃতিচারণা করে তিনি বলেন, "আমি তখন কারাগারে ছিলাম। সেখান থেকেই শুনতাম তরুণদের উদ্দীপনা, সাহসিকতা। পুলিশ বলত, ‘একজন পড়ে যায়, সঙ্গে সঙ্গে আরেকজন সামনে এসে দাঁড়ায়।’

এই প্রেরণা এসেছে জাতীয় কবি নজরুলের গান, কবিতা ও সাহিত্য থেকে।"

তিনি আরও বলেন, "যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা ১৬ বছর ধরে লড়াই করছি, তা পুনঃপ্রতিষ্ঠা না করে কোনো বিকল্প চিন্তা করা যাবে না। এই নববর্ষে জনগণের চাওয়া একটাই—ভোটাধিকার ফেরানো হোক।"

সংস্কারের প্রসঙ্গে রিজভী বলেন, "গণতন্ত্র নিজেই একটি প্রবাহমান ধারার নাম। সংস্কার ও গণতন্ত্র একে অপরের পরিপূরক হলেও কর্তৃত্ববাদ কখনোই এই ধারায় টিকে থাকতে পারে না।"

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম, কবি রেজা স্টালিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর